
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ১৯:৪৯
বরিশালের আগৈলঝাড়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে স্কুল ছাত্রী অপহরনের ২২দিন পর পাবনা থেকে অপহরনকারীকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে অপহৃতা স্কুল ছাত্রীকে।
থানা অফিসার ইন চার্জ মোঃ আফজাল হোসেন জানান, আগৈলঝাড়া থানা এলাকায় পল্লী বিদ্যুতের শ্রমিকের কাজ করতে আসে নাটোর জেলার সিংরা থানার মারিয়া গ্রামের মোতালেব প্রমানিকের ছেলে মোঃ শামীম হোসেন প্রমানিক(২১)।
শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে প্রেম নিবেদন করে।শামীমের প্রেম প্রস্তাবে সারা না দেয়ায় গত ৭ জানুয়ারী স্কুল থেকে বাড়ি ফেরার পথে শামীম ঐ ছাত্রীকে অপহরন করে। অপহরেনর ঘটনায় ছাত্রীর বাবা পরদিন ৮ জানুয়ারী থানায় অপহরন মামলা দায়ের করেন, নং-২(৮/১/২০)।
মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাবুদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জানুয়ারি ( মঙ্গলবার) রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পাবনার ঈশ্বরদী জয়নগর এলাকা থেকে অপহরনকারী শামীমকে গ্রেফতার করেছে।

এসময় অপহৃতা ছাত্রীকেও উদ্ধার করেন তিনি। অপহৃতা ও অপহরনকারীকে বুধবার রাতে আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকালে অপহরনকারীকে আদালতে ও অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
