ঝালকাঠির রাজাপুরে সামান্য কেক খাওয়া নিয়ে বাকবিতণ্ডায় ছোট ভাইয়ের ধারালো দায়ের কোপে বড় ভাই খুন হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে রাজাপুর উপজেলার কেওতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান (১৮) ওই গ্রামের সৌদি প্রবাসী আবু বক্কর সিদ্দিকীর ছেলে। তিনি জেলার গুয়াটন গ্রামের হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
এ ঘটনায় রহমানের দাদা বাদী হয়ে তার ছোট নাতি আব্দুল্লাকে আসামি করে রাজাপুর থানায় মঙ্গলবার সকালে হত্যা মামলা করেছেন। তবে আব্দুল্লাহ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। সে স্থানীয় কেওতা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন।
সময় নিউজকে তিনি জানান, গত রাতে (সোমবার) বাড়িতে বসে কেক খাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায় হাতাহাতি হলে ছোট ভাই আব্দুল্লাহ বড় ভাই আব্দুর রহমানকে ঘরে থাকা ধারালো দা দিয়ে মাথায় কোপ দেয়।
এতে আব্দুর রহমান গুরুতর আহত হলে রাত ১১টার দিকে তাকে স্থানীয় রাজাপুর স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। তবে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত অন্যান্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি জাহিদ হোসেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।