সরাইল উপজেলায় ঢুকতে মূল সড়ক থেকে তাকালে প্রথমেই চোখে পড়বে সদর ইউনিয়ন পরিষদ অফিসের পিছনে ও নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সীমানা প্রাচীর ঘেঁষে বিশাল ময়লা আবর্জনার স্তুপ। সঙ্গে রয়েছে ব্যাঙের ছাতার মতো বেশ কয়েকটি লাউয়ের ঝাঁকা ও ভাসমান টং দোকান। এছাড়া বিভিন্ন স্থানে সিগারেটের প্যাকেট, কাগজ ময়লা,মরা মোরগ, এবং অন্যান্য অবর্জায় সয়লাব।যা পরিবেশ এবং সৌন্দর্যকে নষ্ট করছে। সরেজমিনে গিয়ে ঠিক এমনটাই দেখা যায়।
দূর্গন্ধে সদর ইউপি অফিস ও পাশে থাকা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স, আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানসহ যাতায়াতকৃত সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। দরকারী কাজ ছাড়া কেউ এখানে আসতে চান না। আসলেও নাখ মুখের শ্বাস বন্ধ করে চলাফেরা করতে হয়।সদরের বিকাল বাজারবাসীরা প্রায়ই যানেন মলমূত্রত্যাগের মাত্র উপযুক্ত স্থান এই সরকারি পরিত্যক্ত জায়গা। সকাল থেকেই একজন, দুজন, একসাথে ৪- ৫ জন এসে ময়লা ও মূত্র এই পরিত্যক্ত জায়গায় ত্যাগ করেন। ইউপি ভবনের এই রাস্তার পাশে রয়েছে কয়েকটি চা’য়ের দোকান, হোটেল রেস্টুরেন্ট। সেখানে জমে আড্ডা, যখন মূত্রত্যাগের সময় আসে লজ্জ্বা শরমের মাথা খেয়ে বসে যায় মূত্রত্যাগে।
রাস্তার পাশে বেশ কয়েকটি চায়ের দোকান ও রেস্টুরেন্টের পরিত্যক্ত ময়লা-আবর্জনার দূর্গন্ধ ছাড়াও এখানে ফেলানো হয় পশু জবাইয়ের বর্জ্য। ফলে এক দুর্গন্ধময় এলাকায় পরিণত হয়েছে এই স্থানটি।
সদরের বাসিন্দা আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল হোসেন বলেন, ওই পরিত্যক্ত জায়গায় ফেলানো ময়লা-আবর্জনার দুর্গন্ধে ইউনিয়ন পরিষদ ভবনের অফিসগুলোতে বসা দায় হয়ে পড়ে। জরুরি কাজে গেলেও নাকমুখ চেপে বসে থাকতে হয়।
সদর ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ মাহবুবুল ইসলাম ঠাকুর বলেন, আসলে ইউনিয়ন পরিষদের পেছনে ওই স্থানে ময়লা ফেলার জন্য সবচেয়ে বেশি দায়ী পাশেই অবস্থিত খাবার হোটেল ও মিষ্টির দোকানগুলো। এদের ময়লাই বেশি ফেলা হয়। ইতোমধ্যে গ্রামপুলিশ দিয়ে অনেকবার নিষেধ দেওয়া হয়েছে। অসহনীয় দুর্গন্ধের মধ্যেই আমাদের অফিস করতে হয়।সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, তাদেরকে বহুবার বলা হয়েছে সেখানে যেন ময়লা না ফেলানো হয়। কেউ শুনতেই চায় না। অফিসে লোকজন আসলে প্রায়ই এ দুর্গন্ধ নিয়ে কথা উঠে, তখন লজ্জায় পড়তে হয়। এখন এ বিষয়ে অন্য ব্যবস্থাই নিতে হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।