
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০, ০:৪৭

ইনিউজ৭১ এ সংবাদ প্রচারের কয়েক ঘন্টার মধ্যে বরিশালের হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম এর নির্দেশে হিজলা নৌপুলিশ ফাঁড়িতে উত্তোলন করা ছেড়া জাতীয় পতাকা অপসারণ করার পাশাপাশি নতুন পতাকা উত্তোলন করা হয়েছে।
হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম ইনিউজ৭১ কে জানান, খবরটি তার নজরে আসার সাথে সাথেই, নৌপুলিশ ফাড়িতে লোক পাঠিয়ে ছেড়া জাতীয় পতাকা উত্তোলনের সত্যতা মিলেছে। এর পর পরই তার কার্যালয় থেকে নতুন আরেকটি জাতীয় পতাকা নিয়ে ছেড়া জাতীয় পতাকাটি অপসারণ করে নতুন জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
উল্লেখ, ১৫ জানুয়ারি বুধবার বেলা ১১ টায়, নৌপুলিশ ফাড়ির সামনে গেলে দেখা যায় পতাকা স্ট্যান্ডে উত্তোলন করা জাতীয় পতাকাটি ছেড়া হওয়া সত্বেও উড়ছে। এটি নৌপুলিশ ফাড়ির কোনো অনিচ্ছাকৃত ভুল নয়। বরিশালের হিজলা নৌপুলিশের আই, সি মোঃ বেলাল হোসেন কিছু দিন আগে, তার কৃতিত্বের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরষ্কার গ্রহণ করেছেন। অথচ সেই ফাড়ির জাতীয় পতাকাটি প্রতি তার দৃষ্টি নেই।
এ ব্যাপারে হিজলা নৌপুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ বেলাল হোসেন এর সাথে কথা বলতে চাইলে, তার গার্ড জানায় স্যার এখন ঘুমাচ্ছে। এমন খবর প্রচারের কয়েক ঘন্টার মধ্যেই পদক্ষেপ নেন নির্বাহী অফিসার।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব