সরাইলে চোখের সামনে ইট-বালির বাজার!

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ১৫ই জানুয়ারী ২০২০ ১২:৪৯ অপরাহ্ন
সরাইলে চোখের সামনে ইট-বালির বাজার!

সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের দুপাশেই গড়ে উঠেছে পরিকল্পনা বিহীন ইট, বালি, খোয়া, পাথর ব্যবসা। উপজেলার  সরকারি রাস্তার ফুটপাতে বিক্রি হচ্ছে ইট, বালু,খোয়া।অনুসন্ধানে দেখা গেছে শুধু আঞ্চলিক সড়কই নয় উপজেলার প্রতিটি সড়কেই ইট বালি দিয়ে রাস্তার বেহাল দশা করে রেখেছে। কেউ বাড়ি নির্মাণ করছেন, কেউ ব্যবসা করছে, অনেকেই আবার তার ঠিকাদারি কাজের জন্য মালামাল রাখার জায়গা হিসেবে রাস্তাই ব্যবহার করছেন।

রাস্তার উপর এসব মালামাল রাখার কারণে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ, এছাড়াও বাড়ছে সড়ক দুর্ঘটনা। ধুলোবালিতে নষ্ট হচ্ছে পরিবেশ, বাড়ছে শ্বাসকষ্ট সহ নানা ধরনের অসুখ। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় রাস্তা জুড়ে ফেলে রেখেছেন ইট। যা প্রতিদিন প্রশাসনের চোখের সামনেই পড়ে। এই রাস্তাটি উপজেলার প্রবেশপথের একমাত্র রাস্তাটি।

এ দিকে রাস্তা জুড়ে ইট রাখায় যার কারণে সে স্থানে শিক্ষার্থীদের ও পথচারীর চলাফেরা সমস্যা হচ্ছে। এই দৃশ্য এখানেই শেষ না, মৈন্দ বাজার, শাহবাজপুর বাজার,কালিকচ্ছ বাজার এলাকা, বড্ডা পাড়া, জিলুকদার পাড়া মোড় সহ উপজেলার প্রায় প্রতিটি এলাকায় এরকম দৃশ্য দেখা যাচ্ছে। রাস্তার পাশে এইসব বালুরটাল, ইট, কংক্রিট না রাখতে পারে এদিকে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী এলাকার মানুষ। পথচারী হাসিঁ মুখে ফুটিয়ে বলে, চোখের সামনে দেখব কবে!
ইনিউজ ৭১/এম.আর