কালুখালীতে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৪ই জানুয়ারী ২০২০ ০১:০৫ অপরাহ্ন
কালুখালীতে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে আগত অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে পাংশা রাজবাড়ী রুট ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকটে পাইকারী বিক্রয় করে থাকে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়।

তদ্প্রেক্ষিতে ১৪/০১/২০২০ইং তারিখ ভোরে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, এক মাদক ব্যবসায়ী চক্র রাজবাড়ী হয়ে একটি ফেন্সিডিলের চালান বিক্রয়ের জন্য নিয়ে যাবে।

এ প্রেক্ষিতে ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ১৪/০১/২০২০ইং তারিখ ভোর ০৫.৪৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন চাঁদপুর গ্রামস্থ রেল গেইট সংলগ্ন রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের উপর থেকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে একটি পিকআপ তল্লাশী করে ৫৪৩ (পাঁচশত তিতাল্লিশ) বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে এবং আসামী ১। মোঃ মানিক সরদার(৩৫), পিতা- মোঃ আলাউদ্দিন সরদার, সাং- ভবদিয়া, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী, ০২। মোঃ আলামিন সরকার(৩৮), পিতা- মোঃ মহাসিন সরকার, সাং-গাজীরচট, থানা- আশুলিয়া, জেলা- ঢাকাদেরকে গ্রেফতার করে।

এ সময় আসামীদের হেফাজত থেকে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৪ টি সিমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করা হয়। পরবর্তীতে আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের স্বীকারোক্তি থেকে জানা যায় যে, ধৃত আসামীগণ উক্ত বিপুল পরিমান ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে তাদের হেফাজতে থাকা পিকআপ করে পরিবহন করেছিলো এবং তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী বিক্রয় করে থাকে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার কালুখালী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে ও উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ইনিউজ ৭১/এম.আর