প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০:২৬
নির্বাচন কমিশন (ইসি) ৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার চূড়ান্ত নিবন্ধন অনুমোদন দিয়েছে। এছাড়া ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানার জন্য ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে ইসি। এর আগে ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৬৬টি সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। নির্বাচন কমিশন জানায়,
সরকার দেশের পরিবহন, সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থাকে আধুনিক, দক্ষ ও টেকসই করার লক্ষ্যে ‘জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫’ অনুমোদন করেছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৭তম বৈঠকে এই নীতি অনুমোদিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, নীতিমালার মাধ্যমে সরকারের কাজকর্মে স্পষ্ট দিকনির্দেশনা প্রদান হবে। তিনি বলেন, “এই নীতিমালা বাস্তবায়ন
গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ আইনে ‘গুম’কে রাষ্ট্র এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং অন্যান্য পর্যায়ের সংশ্লিষ্টতার ভিত্তিতে সাজা নির্ধারণ করা হবে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয়তা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তারই অংশ হিসেবে সিসি ক্যামেরা স্থাপিত ভোটকেন্দ্রগুলোর বিস্তারিত তালিকা প্রণয়ন করে দ্রুত জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে জেলা নির্বাচন অফিসারদের। বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা
নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের নবম দিনের শুনানি বৃহস্পতিবার (০৬ নভেম্বর) অব্যাহত রয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে দ্বিতীয় দিনের মতো এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এদিন রাষ্ট্রের পক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এর আগে বুধবার প্রায় দেড় ঘণ্টা ধরে একই বিষয়ে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল। তিনি আদালতে বলেন, সংবিধানের