প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০:২৬
গণফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) এই তথ্য গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিশ্চিত করেছেন। মিজানুর রহমান জানান, ড. কামাল হোসেন ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে ড. কামাল দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারেন। ড. কামাল হোসেন সর্বশেষ গত বুধবার সাবেক প্রধানমন্ত্রী
‘পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে’ এই স্লোগানকে সামনে রেখে প্রধান উপদেষ্টার কার্যালয় দেশের মানুষকে গণভোটের গুরুত্ব বোঝাতে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে। শুক্রবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোটের প্রভাব তুলে ধরে একটি লিফলেট প্রকাশ করা হয়। লিফলেটের শিরোনাম ছিল, ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে’। লিফলেটে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে, কিভাবে গণভোট দেশের
সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে রাজধানীর জিয়া উদ্যানে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারতে আসতে থাকেন। সরেজমিনে দেখা যায়, জিয়া উদ্যানের মোড় থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরমুখী মানুষের দীর্ঘ সারি। অনেকেই
সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জুমার নামাজ শেষে ইমাম ও খতিবের নেতৃত্বে মুসল্লিরা সাবেক এই প্রধানমন্ত্রীর আত্মার শান্তি কামনা করেন। দোয়া অনুষ্ঠানে মুসল্লিরা বেগম খালেদা জিয়ার জন্য জান্নাতুল ফেরদৌস নসিব এবং পরকালীন মুক্তি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ শুক্রবার দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। শোক উপলক্ষে দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। আজ জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত করা হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও শান্তি