প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০:২৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ঢাকায় বড় ধরনের যানজটের আশঙ্কা প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান দেশে ফিরবেন—এ উপলক্ষে বিএনপি রাজধানীতে বড় সমাবেশের আয়োজন করছে বলে জানিয়েছে দূতাবাস। রোববার (২১ ডিসেম্বর) প্রকাশিত এক সতর্কবার্তায় মার্কিন দূতাবাস জানায়, গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে তারা জানতে পেরেছে যে, ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিট থেকে পূর্বাচল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর সহিংসতায় জড়িতদের আর কোনো সুযোগ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন-পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি ও
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। অতিরিক্ত আইজিপি বলেন, ফয়সালের সর্বশেষ অবস্থান সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। তার অবস্থান শনাক্তে পুলিশসহ সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেসনোট সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। রোববার (২১ ডিসেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ অবস্থান স্পষ্ট করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ও তার পরিবার বর্তমানে হুমকি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। হত্যার হুমকি দেওয়া হয়েছে—এমন নির্দিষ্ট প্রমাণ না থাকলেও এ ধরনের হুমকির কথা বাংলাদেশ সরকার জানতে পেরেছে
সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। ওসি জানান, গত শনিবার (২০ ডিসেম্বর) রাতে ধানমন্ডি থানায় এ মামলা দায়ের করা হয়। মামলায় ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি