প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০:২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারার আওতায় দায়িত্ব পালন করবেন। তারা ভোটগ্রহণের দিনসহ ভোটগ্রহণের
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন দেশের ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি স্থায়ী মানদণ্ড বা ‘বেঞ্চমার্ক’ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই নির্বাচন বাংলাদেশে গণতান্ত্রিক ধারার জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত গণভোটে দেশের মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জন নাগরিক তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আসনভিত্তিক চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছে। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, এবারের নির্বাচনে পুরুষ ভোটার ৬ কোটি
আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা, সহিংসতার অভিযোগ এবং সাম্প্রতিক রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে সজীব ওয়াজেদ জয় আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ বর্তমানে কোনো ধরনের সহিংসতার সঙ্গে জড়িত নয় এবং দলটিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এর আগে এক সাক্ষাৎকারে জয় বলেছিলেন, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন “হতে দেওয়া হবে না” এবং দলটিকে দমন করা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন, যা ভবিষ্যতের জন্য একটি রোল মডেল হয়ে থাকবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী