রিফাত হত্যা মামলার আসামি আরিয়ান শ্রাবণের জামিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৪ঠা সেপ্টেম্বর ২০১৯ ০৮:১৪ অপরাহ্ন
রিফাত হত্যা মামলার আসামি আরিয়ান শ্রাবণের জামিন

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আসামী আরিয়ান শ্রাবনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: আসাদুজ্জামান শ্রাবণের জামিন আবেদন মঞ্জুর করেণ। শ্রাবন এ মামলায় চার্জশীটভূক্ত শিশু অপরাধীদের সবশেষ আসামী।

শ্রাবণের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোস্তফা কাদের। তিনি জানান, ২৪ জুলাই বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আরিয়ান শ্রাবনের পক্ষে জামিনের আবেদন করা হয়। নিম্ন আদালত জামিন নামঞ্জুর করলে ফের ১ আগষ্ট জেলা ও দায়রা জজ আদালতে জামিনের জন্য মিসকেস দাখিল করেন। 

১ সেপ্টেম্বর আংশিক শুনানী শেষে ফের বুধবার বিকেলে শুনানী অনুষ্ঠিত হয়। প্রায় আড়াই ঘন্টা শুনানী শেষে আদালতের বিচারক মোঃ আসাদুজ্জামান ২০ হাজার টাকা বন্ডে পিতার জিম্মায় গনমাধ্যমের সাথে কথা না বলার শর্তে শ্রাবনের জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ৮ জুলাই রিফাত শরীফ হত্যা মামলায় জড়িত সন্দেহে শ্রাবনকে গ্রেপ্তার করে পুলিশ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব