রামু উপজেলার গর্জনিয়া বাজারে আগুন লেগে এক মুদি দোকানের মালিক ও তার কর্মচারীর মৃত্যু হয়েছে। গত সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনায় পাঁচটি দোকান পুড়ে যায়।
নিহত মুদি দোকানদার ফিরোজ আহমদ (৫৫) উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ছোট জামছড়ি এলাকার লাল মোহাম্মদের ছেলে ও তার কর্মচারী আনোয়ার হোসেন (১৫) শুকমনিয়া গ্রামের নুর কাদেরের ছেলে।
গর্জনিয়া বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, ফিরোজের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু ও কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা আড়াইটার দিকে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে ৫টি দোকান ও ফিরোজের দোকানের সামনে থাকা একটি মোটরসাইকেল পুড়ে যায়।