
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০১৯, ১:৪৩

ব্রীজ আছে, রাস্তা নাই! টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নগরবাড়ি মোদকপাড়া গ্রামে এক ব্যক্তির বসতবাড়ির সামনে ব্রীজ নির্মাণ করা হয়েছে। ব্রীজের এক পাশে রাস্তা থাকলেও অন্যপাশে নেই রাস্তা। ২০১৬-১৭ অর্থ বছরে ২৩ লক্ষ ৪৫ হাজার ৪৬৯ টাকা ব্যয়ে নির্মান করা হয় এই ব্রীজটি। তখন তার বাড়ির প্রায় দেড় শতাংশ জায়গা সেখানে চলে যায়। আবার সেখান দিয়ে নতুন করে রাস্তা তৈরি করা হলে ভুক্তভোগী ওই ব্যক্তির প্রায় পুরো জায়গাই চলে যাবে। এ নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় রয়েছেন। ব্রীজ নির্মাণের সময় সংশ্লিষ্টদের কাছে বারবার অনুরোধ করেও কোন কাজ হয়নি।
এ ব্যাপারে কালিহাতী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন বলেন, “আমি নতুন এসেছি। লোক পাঠিয়ে খবর নিয়েছি এবং ব্রীজের ছবি দেখেছি, শুকনো মৌসুমে খালের পাশ দিয়ে রাস্তা করে দিব। যাতে কিসমত আলীর কোন ক্ষতি না হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব