
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০১৯, ০:১১

মাদক, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সসহ কলাপাড়ার উন্নয়ন মূলক কর্মকান্ডে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিবকে সংবর্ধিত করা হয়েছে। রবিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
এসময় এমপির সহধর্মিনী আলহাজ জালাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখাকেও সংবর্ধিত করে প্রেসক্লাব সদস্যরা। কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টুর সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাখেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, সহ-সাধারণ সম্পাদক জীবন কুমার মন্ডল প্রমুখ। এর আগে এমপিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির। এসময় এমপি প্রেসক্লাবে অনুদান হিসেবে একটি কম্পিউটার প্রজেক্টর ও এয়ারকন্ডিশন দেয়ার ঘোষনা দেন।
সভায় এমপি মহিব বলেন, কলাপাড়ায় মাদক, সন্ত্রাস ও কোনো ধরণের চাঁদাবাজি চলবেনা। দলের কোনো কর্মীও যদি এ কাজের সঙ্গে যুক্ত থাকে তাঁকেও ছাড় দেয়া হবেনা। আমি ইতিমধ্যে কলাপাড়া ও মহিপুর থানা পুলিশকে এ বিষয়ে তৎপর হতে বলেছি। তিনি এসব কাজে গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব