নতুন উদ্যোক্তাদের ফ্রি অফিস দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৩১শে আগস্ট ২০১৯ ০৯:৫৫ অপরাহ্ন
নতুন উদ্যোক্তাদের ফ্রি অফিস দেবে সরকার

সার দেশে ২৮টি হাইটেক পার্ক গড়ে তোলার পাশাপাশি নতুন উদ্যোক্তাদের ছয় মাসের জন্য ফ্রি অফিস স্পেস সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘এই অর্থ বছরে মাননীয় প্রধানমন্ত্রী স্টার্টআপদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এ ছাড়া একজন নতুন উদ্যোক্তা ছয় মাসের জন্য সব ধরনের সুবিধা ভোগ করতে পারবেন।’

শনিবার রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারের স্টার্টআপ সভাকক্ষে বেইজিংনির্ভর নারীদের জন্য স্টার্টআপ প্রতিযোগিতা- ‘শি লাভস টেক’ শীর্ষক এক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন৷ তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের ভিশনটা হবে ইনক্লুসিভ ডিজিটাল বাংলাদেশ। ইনক্লুসিভ ডিজিটাল বাংলাদেশের মানে হচ্ছে যেখানে নারী, পুরুষ, গ্রাম, শহরের সব মানুষের সমানভাবে প্রযুক্তির ফলটা ভোগ করার সুযোগ থাকবে হবে। আর এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে পারবে বেইজিং ভিত্তিক আন্তর্জাতিক স্টার্টআপ প্রতিযোগিতা – ২০১৯।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি নারীর ক্ষমতায়ন তখনই সম্ভব যখন নারীরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্বনির্ভর হতে পাবে। আর সে জন্য প্রযুক্তি ক্ষেত্রে নারীদের উদ্যোক্তা হয়ে ওঠার কোনো বিকল্প নেই।’ ইনোভেটিভ সলিউশনের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘নারী উদ্যোক্তাদের ইনোভেটিভ বিষয়ে আরও এগিয়ে আসতে হবে। পৃথিবীব্যাপীই নারী উদ্যোক্তা কম। সমগ্র পৃথিবীতে এর সংখ্যা মাত্র ৯ শতাংশ।

টার্টল ভেঞ্চার, আইওবিই এবং ইএমকে সেন্টারের উদ্যোগে আয়োজিত বেইজিং নির্ভর নারীদের জন্য আন্তর্জাতিক স্টার্টআপ ‘শি লাভস টেক’ শীর্ষক এ প্রতিযোগিতায় মূল আসরে বিশ্বের ৪০টি দেশের প্রতিনিধি দল এতে অংশ নেবেন। বাংলাদেশ পর্বে সাতটি দলের মধ্যে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ী দল বেইজিংয়ে অনুষ্ঠিত মূল অংশে যাওয়ার সুযোগ পাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্টার্টআপ বাংলাদেশ-আইডিয়ার উপদেষ্টা টিনা এফ জাবীন, রিটজ ব্রাউজারের সিইও কেএম রাশেদুল মাজিদসহ আইসিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব