
প্রকাশ: ৩১ আগস্ট ২০১৯, ১৮:৫২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া স্ট্যান্ডে এ শোক সভার আয়োজন করা হয়। এ সময় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ মূলক আলোচনা ও "বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনি" নামের বই নেতাকর্মীদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথী দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।
জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আকবর মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথী জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ কাওসার আহম্মেদ পলাশের উপস্থিতিতে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দলটির আশুলিয়া আঞ্চলিক কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন। এছাড়া দলটির অন্যান্য নেত্রীবৃন্দসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মুনাজাত ও গনভোজের আয়োজন করা হয়।
ইনিউজ ৭১/এম.আর
