বঙ্গবন্ধু সংসদের গোলটেবিল বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৩১শে আগস্ট ২০১৯ ১২:৪৫ অপরাহ্ন
বঙ্গবন্ধু সংসদের গোলটেবিল বৈঠক

বঙ্গবন্ধু সংসদ ৩০ আগস্ট শুক্রবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চলের সভাকক্ষে জাতীয় শোক দিবস ও ভয়াল ২১ আগস্ট স্মরণে "১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা" শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করে।
সংগঠনের আহবায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমুর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষক প্রদীপ অধিকারী। গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নিলিমা আকতার লিলি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর আমজাদ হোসেন, লেখক মুক্তিযোদ্ধা অ্যাডঃ সুবোধ চন্দ্র দাস, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মোঃ ইস্রাফিল মিয়া, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, নিসু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও গাজীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান সমাজকর্মী এস.এম. হাফিজুর রহমান, গাজীপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাস্টার, সাপ্তাহিক ভাওয়ালের প্রকাশক সাংবাদিক মনিরুজ্জামান, সাবেক ছাত্রনেতা জাহিদুল কবির আনোয়ার, টঙ্গী থানা আওয়ামী লীগ নেতা আকতার হোসেন দুদু, টঙ্গী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক হাজী আহছান উল্যাহ, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মাহফুজা ভূইয়া লিপি, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দা শাহীতাজ বারী, নাট্যভূমির প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহজাহান শোভন, টঙ্গী হিন্দু কল্যান ট্রাস্টের সাধারণ সম্পাদক অভিনেতা অমল রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আতিক মুসাফির, উদীচী টঙ্গী শাখার সাধারণ সম্পাদক ফারদিন লস্কর উজ্জল, সৈয়দা রিফাত সুলতানা, আসাদুজ্জামান হাওলাদার, মোজাম্মেল হক, আব্দুস সালাম মাতবর, আব্দুল হাই সরদার, আবুল হোসেন পাটোয়ারী, আহম্মদ উল্লাহ পলাশ, ডাঃ নয়ন পাটোয়ারী, হাফিজুল ইসলাম, কামাল হোসেন, আজিজুল্লা পাটোয়ারী, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী প্রমুখ।

ইনিউজ ৭১/এম.আর