পিকনিক যাত্রীদের বহনকারী গাড়িতে ইয়াবা পাচারের সময় চট্টগ্রামে একটি বাসের চালক ও সহকারীকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে ৫৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফের জাদিমুরার নবী হোসেনের ছেলে রহিম (২৯) ও কে কে পাড়া এলাকার মৃত আফজেলের ছেলে রফিক (২৮)।
শুক্রবার বিকেল ৪টার দিকে সাতকানিয়ার কেরাণীহাট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান জানিয়েছেন। তিনি বলেন, বাসচালকের সিটের লাগোয়া ড্যাশবোর্ডের পাশে গোপন কম্পার্টমেন্টে ৫৮ হাজার পিস ইয়াবা রাখা ছিল। পিকনিকের আয়োজকেরা এ বিষয়ে কিছু জানতেন না।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।