কলাপাড়ায় ছাত্রলীগ নেতা রায়হান (২৬) ও তার সহযোগী হাসানকে (২৩) কুপিয়ে রক্তাক্ত জখম করেছে একই এলাকার রাকিবুল সমর্থকরা। বৃহস্পতিবার রাত সাড়ে আট টার দিকে উপজেলার তেগাছিয়া বাজারে সশস্ত্র এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা রায়হানকে উদ্ধার করে পরে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে রেফার করে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় জরুরিভাবে তাকে ঢাকায় প্রেরন করা হয়।
এঘটনায় রায়হানের বাবা ফারুক হাওলাদার বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে একই এলাকার ছাত্রলীগ নেতা রাকিবুল মাতবরকেও বৃহস্পতিবার রাতে কুপিয়ে জখম করেছে রায়হান সমর্থকরা। তার অবস্থা অংশকাজনক হওয়ায় তাকেও ঢাকায় প্রেরন করা হয়েছে।
আহতরা জানায়, একই এলাকার রাকিবুল মাদবরের নেতৃত্বে তার ছয়-সাত সহযোগী চাপাতির উপর্যুপরি কোপে ঘায়েল করে রায়হান ও হাসানকে। রায়হানের বাম হাতের রগ কেটে ফেলা হয়েছে। ডান হাত, পেটে ও পায়ে আরও পাঁচটি গুরুতর কোপের জখম রয়েছে। এছাড়া হাসানের পিঠে দুইটি গুরুতর কোপের আঘাত রয়েছে। আহতরা জানায়, খুনের উদ্দেশ্যে তাঁদের ওপর সশস্ত্র হামলা হয়েছে। অপরদিকে রায়হান সমর্থকরাও রাকিবকে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার ও দলের পদ প্রত্যাশীর লড়াই বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে এ ঘটনায় তেগাছিয়া বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। এর তাপ ছড়াচ্ছে কলাপাড়া উপজেলার সর্বত্র। এদিকে এ ঘটনায় পুলিশ ইউপি মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বয়াতি ও হাবিব নামের অপর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল ইসলাম জানান, এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।