জেলার একমাত্র ডিজিটাল স্কুল খ্যাত আগৈলঝাড়ার রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।সকালে তিনি ওই স্কুলের “বঙ্গবন্ধু কর্ণার” পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ইউএনও বিপুল চন্দ্র দাস বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি ও জীবনের আদর্শ, মুক্তিযুদ্ধের ১৫ খন্ডের দলিলপত্র, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, মুক্তিযুদ্ধের চেতনায় দেয়ালিকাসহ দেশের ইতিহাসের বিভিন্ন বইপত্রের মাধ্যমে সাজানো হয়েছে “বঙ্গবন্ধু কর্নার” প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে সরকারী নির্দেশনা অনুযায়ি “বঙ্গবন্ধু কর্ণার” করার কথা রয়েছে। যা পর্যায়ক্রমে স্কুলগুলো বাস্তবায়ন করছে। বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করে সন্তোস প্রকাশ করেন ইউএনও বিপুল চন্দ্র দাস। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মহাদেব চন্দ্র বসু, প্রধান শিক্ষক উজ্জল কুমার মন্ডল।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।