বরিশালের হিজলা উপজেলার বান্দের হাটে, নজরুল ইসলাম সোহাগ মোল্লা নামে একজন অশ্লীল ভিডিও ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন, ভ্রাম্যমাণ আদালতের এক্সুকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম । গুয়াবাড়িয়া ইউনিয়নের বান্দের হাট সংলগ্ন মৃত মাস্টার হাশেম মোল্লার ছেলে এই সোহাগ। ঘটনার বিবরণে জানা গিয়েছে , অভিযুক্ত সোহাগ বান্দের হাটে কম্পিউটারের মাধ্যমে মোবাইলে গান লোডের পাশাপাশি অশ্লীল ভিডিওর ব্যবসা করে আসছিলো। আর এই অশ্লীল ভিডিও মোবাইলে পেতে তার ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন বয়সের মানুষের আনাগোনা ছিলো। সেই সুত্রে ২৭ আগস্ট বিকেলে সোহাগ মোল্লার ব্যবসা প্রতিষ্ঠানের অভিযান চালিয়ে কম্পিউটারে অগণিত অশ্লীল ভিডিওর সন্ধান পাওয়া যায়। অশ্লীল ভিডিও রাখার দায়ে সোহাগ মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।