২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়া তাতীলীগের সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৯শে আগস্ট ২০১৯ ০৮:৩৯ অপরাহ্ন
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়া তাতীলীগের সভা

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে রাঙ্গুনিয়া উপজেলা তাতীলীগ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সভার সভাপতিত্ব করেন উপজেলা তাতীলীগ আহবায়ক মোরশেদ তালুকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার। প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। ছাত্রলীগ নেতা বাবলা তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন, সহ-প্রচার সম্পাদক সিরাজুল করিম সিকদার, ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, মধ্যপ্রাচ্যের সার্জাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির উপদেষ্ঠা মো. হারুন, মরিয়মনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুজিবুল হক হিরু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ, সাবেক ছাত্রলীগ নেতা কাউছার নূর লিটন, হালিম তালুকদার, মো. ওবাইদুল্লাহ,

পৌরসভার কাউন্সিলর লোকমানুল হক তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, সাধারণ সম্পাদক দিদারুল আলম, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান বাদশা, রাসেল রাসু, উপজেলা তাতীলীগের যুগ্ম আহবায়ক মনোয়ার করিম সিকদার, সাংগঠনিক সম্পাদক আরমান তালুকদার, সদস্য মো. সালেহ আহম্মদ, স্বেচ্ছাসেবকলীগ সহসভাপতি মো. আজিম, ওসমান তালুকদার, মো.ইউনুফ, আবু জাহেদ, মো. ওসমান গণি, মো. ওমর, মো. ইয়াকুব, মো. ফোরকান উদ্দিন, মো. সিরাজ, বাবর তালুকদার, আমিন তালুকদার, ক্লিনটন বড়–য়া, মরিয়মনগর ইউনিয়ন তাতীলীগ সভাপতি মুবিন শাহ নাছের, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, রাজানগর ইউনিয়ন তাতীলীগ সভাপতি মো. বখতিয়ার, ইসলামপুর ইউনিয়ন তাতীলীগ সভাপতি মো. শাহেদ, দক্ষিণ রাজানগর ইউনিয়ন তাতীলীগ সভাপতি মো. বাচ্চু,  রাঙ্গুনিয়া কলেজ ছাত্রসংসদের প্রো ভিপি আরিপ উদ্দিন বাপ্পা, জিএস মহিন উদ্দিন, যগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক সুজন, সাংগঠনিক সম্পাদক শাহেদুল ইসলাম একান্ত, ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ স্বপরিবারে নিহত সদস্য ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের রূহের মাগফেরাতে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।