সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, স্বপ্নের পদ্মা সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। যেভাবে কাজ এগোচ্ছে, তাতে ২০২১ সালের জুনের মধ্যেই পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু করবে। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে তিনি কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, মূল সেতুর বাস্তবায়ন কাজের অগ্রগতি ৮৩ শতাংশ, আর্থিক অগ্রগতির ৭২ শতাংশ। নদী শাসন কাজের বাস্তব অগ্রগতি ৬২ শতাংশ এবং আর্থিক অগ্রগতির ৪৮ শতাংশ। তিনি বলেন, মূল সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩২টি পিলারের কাজ শেষ হয়েছে। বাকি ১১টি পিলারের কাজ চলছে। রেলওয়ের জন্য মোট ২৯৫৯ স্লাব প্রয়োজন হবে। এর মধ্যে ২৭৫৪টি স্লাব তৈরির কাজ শেষ হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।