স্বামীকে না পেয়ে স্ত্রীকে নিয়ে গেল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৯শে আগস্ট ২০১৯ ১২:২৩ অপরাহ্ন
স্বামীকে না পেয়ে স্ত্রীকে নিয়ে গেল পুলিশ

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে বাড়িতে না পেয়ে দুই বছরের শিশুকন্যাকে রেখে স্ত্রীকে ধরে নিয়ে গেছে পুলিশ। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে উপজেলার আতলড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক আমেনা বেগম (২৩) ওই গ্রামের আটোরিক্সাচালক রমজান আলীর স্ত্রী। তিনি আটক হওয়ার পর থেকে তার ২৬ মাসের শিশুকন্যা রিমি মায়ের দুধপান থেকে বিরত রয়েছে। আমেনা বেগমের ভাই হাবিবুর রহমান ও স্বজনরা জানান, গত ৭ আগস্ট বুধবার রাতে আতলড়া গ্রামের রাস্তার পাশে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় ক্ষুদ্র ব্যবসায়ী আলী আকবরের সন্ধান পান। এসময় আহত ব্যবসায়ীকে হাসপাতালে নিতে রমজান আলীকে অনুরোধ করেন স্থানীয়রা। অটোরিক্সায় চার্জ না থাকায় ও ভয়ে চালক রমজান আলী এতে রাজী হননি। পরে অন্য উপায়ে হাসপাতালে নেয়ার পর ওই ব্যবসায়ী মারা যান।

ওই ঘটনায় শ্রীপুর থানার এসআই মো. জাফর মঙ্গলবার রাত আনুমাণিক ১১টার দিকে রমজান আলীকে খুঁজতে তার বাড়িতে যান। এসময় সে বাড়িতে না থাকায় পুলিশ তার স্ত্রী আমেনা বেগমকে আটক করে নিয়ে যায়। তাদের নামে কোনো মামলা বা অভিযোগও নেই। স্বামী পুলিশের হাতে ধরা দিলে স্ত্রী আমেনা বেগমকে ছাড়া হবে বলেও জানায় পুলিশ। এরপর থেকে আমেনা বেগমের শিশুকন্যা মায়ের দুধপান থেকে বিরত রয়েছে। এদিকে, মঙ্গলবার রাত থেকেই অটোরিক্সাচালক রমজান আলীর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে শ্রীপুর থানার এসআই মো. জাফর সাংবাদিকদের জানান, ওই নারীর নামে কোনো মামলা নেই। কিন্তু বিশেষ ঘটনা রয়েছে। তাছাড়া ফৌজদারি কার্যবিধির ৪২ ও ১৮৮ ধারায় পুলিশ এ কাজ করতে পারে।

ইনিউজ ৭১/এম.আর