
প্রকাশ: ২৮ আগস্ট ২০১৯, ০:৩৫

পটুয়াখালীতে ডাক্তারের অবহেলায় নিহত সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী অভি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১২টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ওই স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, পটুয়াখালী জেনারেল হাসপাতালে রবিবার সন্ধ্যা ৭টায় অভিকে ভর্তি করা হলেও আড়াই ঘন্টায় তার কোন চিকিৎসা প্রদান করেনি ডাক্তার। অভির মা বাবা ডাক্তারকে পা ধরে অনুরোধ করার পরও কোন চিকিৎক এগিয়ে আসেনি।
এরপর অভি মারা যায়। পিশাচ এ ডাক্তারদের বিচার দাবী করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে উপস্থিত অভির বাবা এ হত্যা কান্ডের জন্য অভিযুক্ত ডাক্তার আনোয়ার উল্লাহসহ সকলের বিচারের দাবী জানান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব