নতুন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৮শে আগস্ট ২০১৯ ০৬:২১ অপরাহ্ন
নতুন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম

ঢাকা মেট্রোপলিটনের পুলিশ (ডিএমপি) নতুন কমিশনার হলেন কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম, বিপিএম (বার)। বুধবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়য়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মোহাম্মদ শফিকুল ইসলাম, আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হলেন। মোহাম্মদ শফিকুল ইসলাম এর আগে সিআআইডি প্রধান প্রধান ছিলেন। শিক্ষা জীবনে মোহাম্মদ শফিকুল ইসলাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স ডিগ্রী লাভ করেন।

মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার জন্ম ১৯৬২ সালের ৩০ অক্টোবর। মোহাম্মদ শফিকুল ইসলামের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়। কে হচ্ছেন পরবর্তী ডিএমপি কমিশনার, এমন আলোচনায় একেবারেই সামনে নাম আসে মোহাম্মদ শফিকুল ইসলামের। ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) থানা রয়েছে ৫০টি। শুরুতে ৬ হাজার ফোর্স থাকলেও বর্তমানে ডিএমপিতে ৩৪ হাজার ফোর্স কর্মরত রয়েছে।

১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি যাত্রা শুরু হওয়া ডিএমপির প্রথম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ই এ চৌধুরী। এরপর যথাক্রমে ডিএমপির কমিশনার ছিলেন- এ এম এম আমিনুর রহমান, আব্দুর রকীব খন্দকার, মুহাম্মদ হাবিবুর রহমান, এম আজিজুল হক, এ এইচ এম বি জামান, এ এম এম নসরুল্লাহ খান, মোহাম্মদ সালাম, এম এনামুল হক, গোলাম মোরশেদ, এ এস এম শাহজাহান, আশরাফুল হুদা, মির্জা রকিবুল হুদা, এ এন হুসেইন, একে আল মামুন, এ এফ এম মাহমুদ আল-ফরিদ, এ কে এম শামসুদ্দিন, মতিউর রহমান, কুতুবুর রহমান, আনোয়ারুল ইকবাল, আব্দুল কাইয়ুম, এস এম মিজানুর রহমান, নাইম আহমেদ, এ বি এম বজলুর রহমান, এ কে এম শহীদুল হক, বেনজীর আহমেদ ও আছাদুজ্জামান মিয়া।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব