বোয়ালমারীতে ঋণের কিস্তি দিতে না পেরে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৮শে আগস্ট ২০১৯ ১০:৪১ পূর্বাহ্ন
বোয়ালমারীতে ঋণের কিস্তি দিতে না পেরে আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে এনজিওর কিস্তির টাকা দিতে না পারায় রবিউল মোল্লা (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বোয়ালমারীর পশ্চিম কামারগ্রামে এ ঘটনা ঘটে। সকালে নিজ ঘরের আড়ার সাথে সে গলায় ফাঁস দিলে বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই সন্তানের জনক রবিউল ওই গ্রামের শুকুর মোল্লার ছেলে।

বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কউন্সিলর শেখ আজিজুল হক জানান, রবিউল মোল্লা পেশায় ইলেক্ট্রনিক মিস্ত্রি। সে একাধিক এনজিও থেকে ৫ লাখ টাকার ঋণ উত্তোলন করে। প্রতি সপ্তাহে উত্তোলনকৃত ঋণের কিস্তি বাবদ একটি বড় অঙ্কের টাকা দিতে হয় তাকে। কিস্তি দিতে না পারায় রবিউল মোল্লা আত্মহত্যার করেছে বলে জানা গেছে। বোয়ালমারী থানার ওসি শামিম জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য মৃতদেহ ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর