
প্রকাশ: ২৭ আগস্ট ২০১৯, ২৩:২০
অদ্য ১২৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী সদর দপ্তরে ‘‘The Project for the Improvement of Rescue Capacities in the Costal and Inland Waters’’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘‘Marubeni Protechs Corporation of Japan’’ কম্পানির সাথে ২০টি রেসকিউ বোট তৈরি ও সরবরাহ বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। এ অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং জাপানিজ সরবরাহকারী ও পরামর্শক দলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কোস্ট গার্ড বাহিনীর উপ-মহাপরিচালক, বিভিন্ন দপ্তরের পরিচালকগণ ও উক্ত প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর উপস্থিত ছিলেন। প্রকল্পের চুক্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর পক্ষ্যে ক্যাপ্টেন এম নূরুল ইসলাম শরীফ, (ই), পিএসসি, বিএন এবং জাপানের পক্ষ্য থেকে প্রকল্প সমন্ময়কারী Ken Sugimoto স্বাক্ষর প্রদান করেন। জাইকা প্রকল্পের অনুদান হিসেবে ২০টি ১০ মিটার রেসকিউ বোট জাপানে তৈরি করত বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর নিকট হস্তান্তর করা হবে। উক্ত চুক্তির মাধমে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ন সম্পর্ক আরো উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।
ইনিউজ ৭১/এম.আর
