
প্রকাশ: ২৭ আগস্ট ২০১৯, ২১:২০

পিরোজপুরের মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে গুলিশাখালী বাজারের নিকটে মটর সাইকেল দুর্ঘটনায় সুমন খান (১৬) নামে এক আরোহী নিহত হয়েছে। সোমবার রাত ৯টার দিকে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন খান পার্শ্ববর্তী পাথরঘাটার উপজেলার বাদুরতলী গ্রামের সৌদী প্রবাসী জসিম খানের ছেলে।
হাসপাতাল ও স্থানীয় জানাগেছে, সুমন খান সোমবার রাতে বোনের বাড়ি থেকে বাড়ি যাবার পথে গুলিশাখালী বাজরের নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সিটকে পরে গুরুতর আহত হয় এ সময়ে স্থানীয়রা সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব