
প্রকাশ: ২৬ আগস্ট ২০১৯, ৩:৫৮

নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় ৬ষ্ঠ বারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনীত হয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টায় ঢাকা রেঞ্জের সম্মেলন কক্ষে জুলাই মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ। এ সভায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব