
প্রকাশ: ২৬ আগস্ট ২০১৯, ৩:২৮

নারায়ণগঞ্জে এক গৃহবধূকে অচেতন করে ধর্ষণ ও অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কয়েক লাখ টাকা এবং স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে পুলিশের একজন কনস্টেবলের বিরুদ্ধে। তবে পুলিশ বলছে, সেই যুবক কনস্টেবল কী না তা তদন্ত করে জানানো হবে। আজ (২৬ আগস্ট) সকালে ঘটনার শিকার গৃহবধূ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর, বিকালে সাব্বির আহমেদ মেহেদী নামের সেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব