
প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ৩:১৭

ভূঞাপুরে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ আগষ্ট) বিকেল ৫টার দিকে পৌরসভার ঘাটান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু ওই গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মিলন খাতুন (৩০)।
নিহতের স্বামী আব্দুল মজিদ জানান, স্ত্রী মিলন খাতুনসহ কয়েকজন বাড়ির পাশের পুকুরে গোসল করতেছিল। পরে সে ধীরে ধীরে তলিয়ে যায়। এসময় তাকে উদ্ধার করার জন্য স্থানীয়রা পুকুরে নেমে তাকে উদ্ধার করে।
পরে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব