
প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ২:৩৩

নানা অনিয়মের অভিযোগ এবং প্রধানমন্ত্রীকে কটূক্তি করার জেরে নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার মেয়র মোতাহের হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস রবিবার স্থানীয় সরকার মন্ত্রাণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন হাতে পাওয়ার কথা নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার (২২ অগাস্ট) স্থানীয় সররকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. মোতাহের হোসেনের বিরুদ্ধে চারটি অভিযোগের কথা উল্লেখ করা হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব