নরসিংদীর পলাশে এক ব্যবসায়ীর দোকানে চুরি হয়েছে। এতে চোরচক্র ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ প্রায় এক লাখ টাকা ও বিভিন্ন মালামালসহ প্রায় তিন লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। শুক্রবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া গ্রামে এন হাসান এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে এ চুরির ঘটনা ঘটে।
এন হাসান এন্টারপ্রাইজের মালিক হাসান মিয়া জানান, শুক্রবার সকালে দোকান বন্ধ করে ব্যক্তিগত কাজে চলে যাই। পরে আর দোকানে আসা হয়নি। শনিবার সকালে দোকানে এসে দেখি সাটারে তালা নেই। এরপর দোকানের ভেতর গিয়ে দেখি, টেবিলের ডয়েরে থাকা প্রায় এক লাখ টাকা, বিকাশের মোবাইলসহ চারটি মোবাইল, রিচার্জের প্রায় ৩০ হাজার টাকার কার্ড, প্রায় ৪০ হাজার টাকার চা পাতি ও চা পাতির সাথে পৃরস্কার দেওয়ার প্রায় ৪০ হাজার টাকার রিচার্জ কার্ডসহ অন্যান্য মালামাল চুরি হয়েছে।
পরে থানায় খবর দিলে থানা পুলিশের এসআই আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, চুরি হওয়ার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ্যে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।