কালকিনিতে যাত্রীবাহী বাসচাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: রবিবার ২৫শে আগস্ট ২০১৯ ০২:৪৭ অপরাহ্ন
কালকিনিতে যাত্রীবাহী বাসচাপায় নিহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার থানার কর্ণপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসেরচাপায় মহিলাসহ দুইজন ভ্যানযাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি রবিবার সকালে সারে ১১ টার দিকে ঘটেছে। নিহতরা হলেন কালকিনি পৌর এলাকার মিনাজদি গ্রামের মোতালেব মাতুব্বর(৫০) ও একই উপজেলার ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের লাল মিয়ার স্ত্রী উম্মে হানি (৬০)।

মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানিয়েছেন, বরিশাল থেকে ঢাকাগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কালকিনি উপজেলার ডাসার থানার কর্ণপাড়া এলাকায় এলে নিয়ন্ত্রন হারিয়ে একটি যাত্রীবাহী ভ্যানগাড়িকে চাপা দিলে উম্মে হানি ও মোতালেব মাতুব্বর নামে দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। ডাসার থানার উপ-পরিদর্শক ফরিদ উদ্দিন জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে এসে মহাসড়কের যান চলাচলের উপযোগী করে দেই। এবং আহতদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠালেসেখানে মহিলাসহ দুইজন মারা যায়। 

ইনিউজ ৭১/এম.আর