ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিবচরে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির,নিজস্ব প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: রবিবার ২৫শে আগস্ট ২০১৯ ১২:২৫ অপরাহ্ন
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিবচরে গৃহবধূর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাদারীপুরের শিবচরে সুমি আক্তার(৩০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।গত শনিবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত হয়।এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিবচরের  ৪ জনসহ মাদারীপুরের  ৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ও পারিবারিক সুত্রে জানা যায়,সুমি গত ২০ আগষ্ট জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় ডেঙ্গু আক্রান্ত গৃহবধু সুমি আক্তার(৩০)। তিনি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  চিকিৎসাধীন ছিলেন।

কিন্তু শনিবার তার অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। পদ্মা পাড়ি দিয়ে ঢাকার পথেই তার মৃত্যু হয়। মৃত সুমি ১ মেয়ে ও ২ ছেলের জননী। সুমি মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ি ঘাট এলাকার স্পীডবোট চালক আনোয়ার ফকিরের স্ত্রী। এ ব্যাপারে মাদারীপুরে সিভিল সার্জন ডা: সফিকুল ইসলাম বলেন,সুমি আক্তার  ২৪ আগষ্ট শনিবার আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হলে তার  শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। পরে ঢাকা যাওয়ার পথে সে মারা যায়।

ইনিউজ ৭১/এম.আর