
প্রকাশ: ২৪ আগস্ট ২০১৯, ০:২৩

সাম্প্রতিক টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল ও গ্রামঞ্চলের ফসলি জমিতে পানি প্রবেশ করায় কৃষকের স্বপ্নের রোপনকৃত ধানের বীজতলা তলিয়ে নষ্ট হয়ে যায়। যার ফলে আমন ধানের মৌসুমে বিভিন্ন জাতের ধানের চারার তীব্র সংকট দেখা দিয়েছে উপজেলার ধান চাষীদের। এদিকে, বন্যার সময় ধানের চারা রোপন করার উপযুক্ত সময় হলেও বন্যার কারণে তা সম্ভব হয়নি। যার কারণে মাস খানেক পিছিয়ে গেলেও বর্তমানে ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। কিন্তু ধান চাষে ব্যস্ততা বাড়লেও কৃষকদের ধানের চারা সংকটে পড়ায় দিশেহারা হয়ে পড়ছে তারা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব