পিকনিকের বাস খাদে পড়ে স্কুলছাত্রের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৬ই আগস্ট ২০১৯ ১১:৫৫ পূর্বাহ্ন
পিকনিকের বাস খাদে পড়ে স্কুলছাত্রের প্রাণহানি

পিকনিকের বাস খাদে পড়ে রাজবাড়ীর কালুখালীতে শামীম হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের প্রাণহানি হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কালুখালীর দুর্গাপুরে এ ঘটনা ঘটে। নিহত শামীম মেহেরপুর জেলার গাংনী উপজেলার খাসমহল গ্রামের শফিউল ইসলামের ছেলে। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোরদার গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কুয়াকাটায় পিকনিক শেষে মেহেরপুর ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্কুলছাত্র শামীমের মৃত্যু হয়। সে তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।