পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' যশোরে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৭ই আগস্ট ২০১৯ ১০:৫৪ পূর্বাহ্ন
পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' যশোরে যুবক নিহত

যশোর সড়র উপজেলার যশোর-রাজগঞ্জ সড়কের মাহিদিয়া এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে শিশির ঘোষ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার  ভোরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি ওয়ান স্যুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।নিহত শিশির ঘোষ যশোর শহরের ষষ্ঠীতলাপাড়ার নিত্য ঘোষের ছেলে। তার বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় হত্যা, চাঁদাবাজিসসহ অন্তত হাফডজন মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যায় শহরের শংকরপুর মুরগিফার্ম এলাকা থেকে শিশিরকে বোমাসহ আটক করা হয়। তাকে থানায় এনে জিঙ্গাসাবাদকালে তার হেফাজতে অবৈধ অস্ত্র রয়েছে বলে জানায়। তার দেয়া তথ্য অনুযায়ী বুধবার ভোরে অস্ত্র উদ্ধারের জন্য যশোর-রাজগঞ্জ সড়কের মাহিদিয়া এলাকার কাদিরের ইটভাটার কাছে গেলে সেখানে ওৎ পেতে থাকা শিশিরের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে  গেলেও গুলিবিদ্ধ হয় শিশির। দ্রুত তাকে করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশিরকে মৃত বলে ঘোষণা করেন।ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান স্যুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শহিদুল্লাহ্ জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।