ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদরের উচালিয়াপাড়া মোড় ও এর আশপাশ এলাকার বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা। আজ সোমবার (৫ আগস্ট) দুপুরে সওজ এর অভিযোগের ভিত্তিতে এ উচ্ছেদ অভিযান সরাইল-নাসিরনগর সড়কের উচালিয়াপাড়া মোড় এলাকায় পরিচালনা করেন তিনি।
এসময় ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের লোকজন সহ সরাইল থানার পুলিশ উপস্থিত ছিলেন। সড়ক বিভাগ সূত্র থেকে জানা গেছে, সরাইল-নাসিরনগর সড়কে উচালিয়াপাড়া মোড় এলাকায় সড়কের আশপাশ সওজের জায়গা অবৈধ দখল করে বিভিন্ন স্থাপনা তৈরির পর সেখানে ব্যবসা ফেঁদে বসেছেন অনেকে দীর্ঘদিন যাবত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ এর পাশাপাশি কয়েকজন অবৈধ দখলদারকে আর্থিক জরিমানাও করেন। এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা বলেন, সেখানকার অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসন তৎপর রয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।