অদ্য ০৩ আগস্ট ২০১৯ খ্রিঃ রোজ শনিবার রাজধানী ঢাকার হোটেল অর্নেট (বিজয়নগর) জিনিয়া হলে "আগস্ট ট্র্যাজেডি-শোকাহত আগস্ট" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে আলোচক ও অতিথিবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্নাঢ্য রাজনৈতিক জীবন ও বেদনাদায়ক শাহাদতের উপর তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। আলোচনা সভায় নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন তুলে ধরে তা বুকে লালন করার আহবান জানান আলোচকবৃন্দ। অতিথিরা বঙ্গবন্ধুর সাহচর্য ও প্রেরনাময় স্মৃতি উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রব। অনুষ্ঠান উদ্বোধন করেন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোঃ মাহাবুবর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লাইটহাউস ক্যারিয়ার কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম সবুজ। সভায় সভাপতিত্ব করেন এফএমজির এম.ডি জয়ন্ত কুমার দেব। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার বিকাশ কুমার ও স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুক্তিযোদ্ধা কাজী জামাল উদ্দিন। বেঙ্গল হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন উক্ত আলোচনা সভার আয়োজন করেন।আলোচনা সভা শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশিষ্ট গুনিজনদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য লাইটহাউস ক্যারিয়ার কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম সবুজ কে জয় বাংলা পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০১৯ প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।