
প্রকাশ: ৩০ জুন ২০১৯, ২২:৪২

ভোলার বোরহানউদ্দিনে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গি, জুয়া ও মোবাইল ফোনের অপব্যবহার সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে বোরহানউদ্দিন থানা পুলিশের উদ্যোগে বোরহানউদ্দিন কামিল(আলিয়া)মাদ্রাসা মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। ওই সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অ্যক্ষ এবি আহ্মদ উল্যাহ আনছারীর সভাপতিত্বে পুলিশিং সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বোরহানউদ্দিন থানার ওসি মুহা. এনামুল হক। এছাড়া আরো বক্তৃতা করেন, মাদ্রাসার মুহাদ্দিস মো. ফয়জুল আলম, ফকিহ্ ড. মোহাম্মদ হাবিবুল্লাহ, আরবী প্রভাষক মো. মাকসুদুর রহমান প্রমুখ।

ইনিউজ ৭১/এম.আর