২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (ডিএজি ও এএজি) পদত্যাগের নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালায়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশ দেন। অ্যাটর্নি জেনারেল জানান, এরইমধ্যে কয়েকজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে তাদের নাম পরে জানানো হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।