ব্রাহ্মণবাড়িয়ায়(এসডিজি)বাস্তবায়ন জেলা পর্যায়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৭শে জুন ২০১৯ ০২:২১ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায়(এসডিজি)বাস্তবায়ন জেলা পর্যায়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট ( এসডিজি) বাস্তবায়ন বিষয়ক জেলা পর্যায়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান।

এতে বিশেষ অতিথি ছিলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নওয়াব আহসান হাবীব,অতিরিক্ত পুলিশ সুপার  মো. আলমগীর হোসেন, পৌর মেয়র মিসেস নায়ার কবির,সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম শফিকুল্লাহ,সিভিল সার্জন  মো. শাহ আলম। কর্মশালায় জেলা ও উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা,জনপ্রতিনিধি,এনজিও প্রতিনিধি,সাংবাদিকরা অংশ নেয়।

ইনিউজ ৭১/এম.আর