
প্রকাশ: ২৬ জুন ২০১৯, ৫:৪৭

বরগুনায় দিনদুপুরে রাস্তায় মানুষের সামনে শাহ নেয়াজ রিফাত (২৫) নামে এক যুবককে রাম দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ওই দুই খুনিকে ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। স্ত্রীর সামনেই দুই যুবকের এলোপাতাড়ি কোপে মারা যান রিফাত। বুধবার (২৬ জুন) সকাল ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। এরপর বিকেল ৩টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন রিফাত।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব