রাঙ্গুনিয়ায় ৪ দিন ধরে গৃহবধূ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৬শে জুন ২০১৯ ১০:২০ অপরাহ্ন
রাঙ্গুনিয়ায় ৪ দিন ধরে গৃহবধূ নিখোঁজ

রাঙ্গুনিয়ায় ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে সুমি আক্তার (১৮) নামে এক গৃহবধূ। গত ২৩ জুন নিখোঁজ হওয়ার পর থেকে বুধবার (২৬ জুন) বিকাল পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। তবে নিখোঁজ সুমি আক্তারের মায়ের দাবী তাকে পরিকল্পীত ভাবে গুম করেছে শ্বশুর বাড়ির লোকজন। নিখোঁজ গৃহবধূ উপজেলার হোছনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকার সরু মিয়ার মেয়ে এবং দক্ষিণ নিশ্চিন্তাপুরের নতুন পাড়া গ্রামের মো. ওসমানের (২৮) স্ত্রী। মেয়ে নিখোঁজের ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করেছেন মা জাহানারা বেগম।  সুত্রে জানা যায়, গত ২৩ জুন সকাল ১০টার পর থেকে গৃহবধূ সুমি আক্তার নিখোঁজ হয়। এরপর থেকে বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করেও তাকে পায়নি তার পরিবার। এদিকে নিখোঁজ হওয়ার পর স্বামী মো. ওসমানও থানায় নিখোঁজ ডায়রী করেন। 

মেয়ে নিখোঁজের ব্যাপারে মা জাহানারা বেগম বলেন, ‘চলতি বছরের ১৮ জানুয়ারী বিয়ে হয় সুমির। স্বামী ছোটবেলা থেকে দক্ষিণ নিশ্চিন্তাপুরের মামার বাড়িতে বড় হয়েছিল। সেখানেই স্বামীর সাথে থাকতো সুমি। বিয়ের পর থেকে বিভিন্ন দাবীতে সুমিকে নানা ভাবে নির্যাতন চালাতো শ্বশুর বাড়ির লোকজন। নিখোঁজ হওয়ার আগেও তাকে শারীরিকভাবে নির্যাতন চালিয়েছিল তার স্বামী। এরপর সে নিখোঁজ হয় বলে আমাদের খবর দিলে আমরা গিয়ে দেখি সে ঘরে নেই। আমরা এদিকে তাকে খোঁজাখুজি করছি অন্যদিকে শ্বশুর বাড়ির লোকজন ঘরে পালিত গরু সহ নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।

গত ২৫ জুন স্বামী ঘরে আসার খবরে শ্বশুর বাড়িতে গিয়ে দেখি ঘরের একটি দেওয়ালে রক্তের ছড়ানো দাগ লেগে আছে। আমরা তাৎক্ষনিক স্বামীকে সেখান থেকে ধরে পুলিশে দিলেও পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে। ঘরে রক্তের দাগ এবং শ্বশুর বাড়ির লোকজনের গরু সহ নিয়ে পালিয়ে যাওয়াতে মনে হচ্ছে তাকে পরিকল্পীত ভাবে গুম করা হয়েছে। এখন আমার মেয়ে বেঁচে আছে কিনা নাকি তারা হত্যা করেছে তাও বুঝছি না। আমরা আমাদের মেয়েকে ফেরত চাই।’ এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার এসআই রাকিবুল ইসলাম বলেন, ‘নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে আমরা বিভিন্ন ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছি। তার স্বামীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’ 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব