পিরোজপুরে দুই ব্যবসায়ী খুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৬শে জুন ২০১৯ ০৪:৫৫ অপরাহ্ন
পিরোজপুরে দুই ব্যবসায়ী খুন

পিরোজপুরে পৃথক ঘটনায় দুই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলা শহরের রায়েরকাঠি ও নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় নেছারাবাদ থানা পুলিশ মাহির হোসেন ওরফে মাহির পাল (৩৬) নামে একজনকে আটক করেছে। নিহতরা হলেন, পিরোজপুর পুলিশ লাইনের সামনের মুদি দোকানদার মো. হালিম হাওলাদার (৬০) এবং নেছারবাদ উপজেলার বরছাকাঠী গ্রামের কাঠ ব্যবসায়ী জাকির হোসেন (৪৫)। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে নিজের দোকান থেকে বেরি আর ঘরে ফেরেননি হালিম হাওলাদার। বুধবার সকালে রায়েরকাঠি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ডোবায় তার গলাকাটা মরদেহ পাওয়া যায়। তার মাথার বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

এদিকে গতকাল রাত সাড়ে ৯টার দিকে নেছারাবাদে মানসিক ভারসাম্যহীন মিহির নামে এক ব্যক্তি স্থানীয় এক যুবককে কুপিয়ে পালানোর সময় তাকে বাধা দিতে গেলে তিনি বরছাকাঠী গ্রামের কাঠ ব্যবসায়ী জাকিরকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই জাকির মারা যান। পরবর্তীতে ঘাতক নিজের হাতে থাকা ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত জাকিরের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, এসব হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করছে পুলিশ। হত্যায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ইনিউজ ৭১/এম.আর