
প্রকাশ: ২৬ জুন ২০১৯, ১৯:১৪

মাদককে না বলি, মাদককে না বলুন। বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো, বিশ্ব মাদকমুক্ত দিবস ২০১৯। হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ জুন বুধবার সকাল সাড়ে ১০ টায়, উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ডাঃ সোলাইমান। সভা সঞ্চালনায় ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার, মোঃ তারিজুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার, নির্বাচন অফিসার, প্রকল্প বাস্তবায়ন অফিসার, প্রকৌশলী, সমবায় অফিসার, যুব উন্নয়ন অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।
ইনিউজ ৭১/এম.আর
