আবেদন করলেই ফ্ল্যাট পাবেন এমপিরা: গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৫শে জুন ২০১৯ ০৯:৫২ অপরাহ্ন
আবেদন করলেই ফ্ল্যাট পাবেন এমপিরা: গণপূর্তমন্ত্রী

উত্তরা ১৮ নম্বর সেক্টরে রাজউকের আওতাধীন ফ্ল্যাট প্রকল্পের এ ব্লকে ১৬৫৪ বর্গফুট আয়তনের কিছু ফ্ল্যাট অবরাদ্দকৃত অবস্থায় আছে। সংসদ সদস্যরা আবেদন করলে তাদের সকলকে ওই প্রকল্পের ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রোজাউল করিম।

মঙ্গলবার (২৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মহিলা এমপি হাবিবা রহমান খানের প্রশ্নের জবাবে মন্ত্রী কথা জানান। সংসদে সভাপতিত্বে করছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এছাড়া আওয়ামী লীগের সংসদ সদস্য ইসরাফিল আলমের (নওগাঁ-৬) এক প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জানান, বনানীর এফ আর টাওয়ার অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ হয়নি। ওই ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যক্রম চলমান রয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব