নয়াপল্টনে ৫ ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৫শে জুন ২০১৯ ০২:০৭ অপরাহ্ন
নয়াপল্টনে ৫ ককটেল বিস্ফোরণ

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা যেখানে দাঁড়িয়ে তাদের অবস্থান কর্মসূচি পালন করেছিলেন সেখানেই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে আন্দোলন চলাকালে এ ঘটনা ঘটেনি।

বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করে চলে যাওয়ার পর এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল দুটি একটি প্রাইভেটকারের ওপর পড়ায় কারের কাঁচ ভেঙে যায়। ককটেল বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি।

ইনিউজ ৭১/এম.আর