কক্সবাজার টেকনাফের হ্নীলা রঙ্গিখালী এলাকা হতে ধানের বস্তায় রক্ষিত ৪টি অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে৷ ধৃত ব্যক্তি হচ্ছে রঙ্গিখালী এলাকার ফরিদ আহমদের পুত্র আফসার কামাল (২৮)৷ সুত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় অস্ত্র পাচারের গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউপির রঙ্গিখালী হেলাল উদ্দিনের মালিকাধীন ভাই ভাই অটো রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়৷ তল্লাশীর এক পর্যায়ে ধানের বস্তার ভিতরে লুকানো ৪টি দেশীয় তৈরী অস্ত্র ও ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়৷
সে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বহুদিন যাবৎ অস্ত্র পাচার ও ব্যবসা করে আসছে বলে সুত্রে জানা যায়৷ তাদের রয়েছে বিশালাকারের সিন্ডিকেট৷ ২৫ জুন সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান ২বিজিবি সদর দফতরে আয়োজিত প্রেস কন্ফােরন্স এ তথ্য জানান৷ তিনি জানান, আটককৃত ব্যক্তিকে থানায় হস্থান্তর করে তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। এসময় ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন৷
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।