
প্রকাশ: ২৪ জুন ২০১৯, ৩:৩১

টাঙ্গাইলের সখীপুরের কেজিকে উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে এক ছাত্রীর ব্যাগে থাকা বোতলের পানি ফেলে তাতে প্রস্রাব ভরে রাখার অভিযোগে তিন শিক্ষার্থীকে ছাড়পত্র দেয়া হয়েছে। অভিযুক্ত ওই তিন শিক্ষার্থীকে চলতি অর্ধবার্ষিক পরীক্ষায় অংশগ্রহণও করতে দেয়া হয়নি। আজ সোমবার (২৪ জুন) বিকেলে বিদ্যালয় পরিচালনা পরর্ষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব