মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীদের সঙ্গে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে বিদ্যালয় হলরুমে ডিডিসি ডেভেলপমেন্ট ও সেফগার্ড কনসালট্যান্টের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীরা দাবী যানান তাদের প্রতিষ্ঠান রক্ষা করে যেন নতুন রেল লাইন নির্মান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, বিপিআরএলপি প্রজেক্টের সিনিয়র কনসালটেন মোঃ আকতারুল ইসলাম খান, সাবেক পৌর প্রশাসক মোঃ আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক বি এম হেমায়েত হোসেন প্রমুখ। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমাদের কালকিনি উপজেলার উপর দিয়ে নতুন রেল লাইন নির্মান করা হবে। সরকারের এ উদ্যোগকে আমরা স্বাগত যানাই। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের যাতে কোন প্রকার ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখার জন্য কর্তৃপক্ষের নিকট দাবী যানাই।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।